নরসিংপুর ইউনিয়নে মোট ০৩টি খাল ও ০২টি নদী রয়েছে। নদী দুইটি যথাক্রমে ০১) চেলা নদী ও ০২) মরাচেলা নদী।
তন্মধ্যে মরাচেলানদী প্রায় বিলুপ্তির পথে। কারন, যোগাযোগ ও ব্যবসার কাজে একসময় লোকজন এই নদীটাকেই বেশী ব্যবহার করত। কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাওয়ায় ও মোটর যান চলাচল করায় এখন ছোট এই নদীটিকে কেউ তার পূর্বের কাজে ব্যবহার করছেনা।
নদীটি ক্রমাগত তার আয়তন কমে যাওয়ায় এখন বিলুপ্তির পথে। তবে চেলানদী জন্মলগ্ন থেকে অদ্যাবদী ভারতের সাথে বাংলাদেশের ব্যবসার মূল মাধ্যম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS